রাজশাহী জেলা প্রশাসনসহ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের সাথে কৃষি বিপণন অধিদপ্তর এর অধীনে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী এর পক্ষ থেকে প্রত্যুষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপ-সচিব) জনাব শাহানা আখতার জাহান ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃ সানোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন উক্ত কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস